মন বৈরাগ
হাসান মাহমুদ
আকাশ দেখি মুগ্ধ মনে
বাতাস লাগাইজীবন সনে।
ছবি আঁকি সাদা কালো
রঙ তুলিতে নাহি ভালো।
রাত্র দেখি শিশির সনে
গীত খাই মনে মনে।
শশীর আলোয় গল্প জুড়ি
একলা বসা উঠোন পূড়ি।
মন উড়িয়ে বাজাই বাঁশি
কেচ্ছাটা হয় গগন শশী।
মন ভালোতে মিশাই গান
কিছু কথা কিছু সান।
ইচ্ছে চলে মন বৈরাগে
জীবন বিনা মন খোরাকে।