মনোরথ ২
হাসান মাহমুদ
ইচ্ছে জাগে হাত বাড়িয়ে
তোমায় ছোঁয়া দিতে,
ইচ্ছে জাগে সব হারিয়ে
তোমায় শুধু পেতে।
ইচ্ছে জাগে প্রেম বিলবো
তোমার নদী ঘাটে,
ইচ্ছে জাগে মাঝি হতে
তোমার তরী র বাটে।
ইচ্ছে জাগে ইচ্ছার কাছে
তোমায় দিতে প্রাণ,
প্রেম পাহাড়ে উড়বে নিশান
তোমার সুরে কলতান।
ইচ্ছে জাগে চাঁদ বিলাতে
তোমার উঠোন জুড়ে,
গভীর রাতে জ্যোৎস্নার সাথে
তোমায় বুকে ধরে।
ইচ্ছে জাগে তোমায় নিয়ে
যাবো তেপান্তর,
ইচ্ছে জাগে তোমার সুখে
হবো দেশান্তর।
ইচ্ছে জাগে রেশমি চুড়ির
তোমার হাতে যেতে,
ইচ্ছে জাগে রক্ত জবার
তোমায় চুম্বন দিতে।
ইচ্ছে জাগে কলমি পুঁথি
পরাই তোমার গলে,
ইচ্ছে জাগে মন পুকুরে
নামি ছলে বলে।
ইচ্ছে জাগে নীল আকাশে
উড়াই প্রেমের ঘুড়ি,
নাটাই থাক তোমার হাতে
আমি যাব উড়ি।
ইচ্ছে জাগে তোমার প্রেমে
বড্ড পাগল হই,
ইচ্ছে জাগে মাতাল হয়ে
মনের কথা কই।