মনোরথ
হাসান মাহমুদ
চাদঁনী রাত,জ্যোৎস্না মাখা তোমার ইচ্ছার কাছে,
জোনাক পোকা ধার করিল আলো যত আছে।
শুকতারা টা উঠলো হেসে তোমায় ভালোবেসে,
সুখ গুলো আজ বিলিয়ে দিবে তোমার ইচ্ছের কাছে।
ইচ্ছা গুলো স্বইচ্ছেতে ভাসছে তোমার তরে,
ভালোথেকো ভালোবেসে হাজার বছর ধরে।
আছে যত অনিদ্রিত অমোঘ ভালোবাসা,
সব টুকু আজ বিলিয়ে দিবে মনে অনেক আশা।।
পাখপাখালি কত্ত ডাকে তোমার সুরের বাঁকে,
সূর্যি টা ঐ উদিত হয় পাখি রাজের ডাকে।
তোমার সুখে ইচ্ছা তুলি নানান ছবি আঁকে,
রং কাগজে সরশে ফুলেপ্রেম বিলানোর সখে।
পাহাড়িয়া ঝর্ণা শুধু করে উপহাস,
তোমার ইচ্ছার, প্রেম পাথরে বসে বারো মাস।
ইচ্ছা গুলো, ইচ্ছাই থাক তোমায় ভালোবেসে,
উড়াব না ইচ্ছে ঘুড়ি আমার মনের দেশে।