মিছে রঙ
হাসান মাহমুদ
রঙ বাহারি
রঙের খেলা
লাল নীল
সবুজের ভেলা।
কালো সাদা
বারো রঙে
জীবন চলে
কত্ত সংয়ে।
হাজার সুতোয়
নিত্য রঙে
নিত্য পাতে
সই যে ঢংয়ে।
কাপড় হলুদ
মাজায় লাল
গামছা সবুজ
মাথায় টাল।
সবই মিছে
ঘুরছি পিছে
হইয়া মত্ত
দুনিয়া পাছে।
সব যে রঙিন
ছাড়তে হবে
সাদা কাপড়
গায়ে জড়াবে।
রঙ ছাড়া ঐ
কাদা মাটি
তোমার আমার
জীবন ঘাঁটি।