মৃত্যুর মিছিলে আমি
হাসান মাহমুদ
মৃত্যুর মিছিলে মশাল আমার নিবুনিবু
চারিদিক কালো অন্ধকারে কাবু।
আমার ডান পাশে ছিলো বন্ধু হাবু
আমার বাম পাশে ছিলো বন্ধু বাবু।
হাবুটা আজ আমায় রেখে গেলো
সেই কতদিন হলো, কতদিন হলো।
হাবুর আর নাই কোনো খবর
কাল শুনি বাবার কাছে ওর।
হাবুটা আর আসবে না ফিরে
রাগটা ছিলো নিজেকে ঘিরে।
এরই ফাঁকে বাবুটাও করিল রাগ
আমায় করে একা, দেখি ভিষণ অভাগ।
বাবু বলতো খবরদার আবু
কখনো যাবি না তো ছেড়ে এই বাবু?
এক গাল হাসি দিয়ে করিতাম খুশি
বলিতাম কখনো না, তোরে ভালবাসি।
কোথায় আজ তোরা বল কোথায়?
লাঠির আগুন এখনো জ্বলে লাঠির মাথায়।
আমি শুধু ভয়ে হাঁটি ছোট পায়ে
যদি ঐ কালো আধার এসে লাগে গায়ে!
আজ আমার ডান বাম খালি
মৃত্যুর মিছিলে মশাল হাতে চলি।
ভয় হয় এই বুঝি নিবে গেলো আলো
এই বুঝি চলে এলো ঘুটঘুটে কালো।
চারিদিক শুনশান নিরবস্তব্ধ
শুধু শুনতে পাই মিছিলের শব্দ।
এ মিছিলের মুল সুর মৃত্যু স্লোগান
আয়ুর টিকাদার কবে বলে নিয়ে নে জান।