মৃত্যুদূত
হাসান মাহমুদ
হৃদমাজারে কেঁদে মরে
পরাণ পাখি মোর,
আয়ু বুঝি ফুরিয়ে গেলো
সন্ধ্যার আলোর ঘোর।
কি হবে এ পৃথিবীরূপে
করে অহংকার,
মরণ মোরে ইশারায় ডাকে
পারবো ঠেকাতে আর?
টাকা পয়সা বাহাদুরি
সবি রবে পরি,
থাকবে না আর বুলি মোর
থাকবে শুধু স্মৃতি টুকু
সবাই রাখবে ধরি।
দেহ মোর মলিন হবে
জমকালো বস্ত্র ছাড়ি,
পোকা মোর দেহ খাবে
থাকবে না মোর বাড়ি।
মরণ মোরে ডাকিয়া যায়
জীবন নদীর ঘাটে,
কেমনে তারে বলিব না
জীবন যে সমুদ্রতটে।
দরজা খুলে দারাবার আগে
হাজির তাহার কুলে,
মরণ আমায় ছাড়িবে না জানি
জীবন কাব্য মূলে।
আত্মার চেয়ে সত্য মরণ
ভূতলবাসী শুনে,
মরণ ঠেকাতে কত আয়োজন
মরণ কি তাহা মানে?
থাকবে না কোনো হেলা
থাকবে না কোনোই অজুহাত,
হঠাৎ একদিন দাড়াবে আসিয়া
কড়া নাড়বে মৃত্যুদূত।