মৃত্যু প্রাণ এক
হাসান মাহমুদ
আমি যদি যাই হারিয়ে খুঁজো না কো আর!
এই পৃথিবীর বিবর্ণ মলিন বিশ্রী প্রান্তর;
ইচ্ছে হলে খুঁজো আমায় নির্জন অরণ্য
বিহঙ্গের কিচিরমিচির ঘুম ভাঙা শব্দ ভিতর।
ঐ রং বিহীন গোলাপের গায় খুঁজো রোজ!
পেয়ে যাবে এই আমায় কাটার ডগায়;
বিষাক্ত,তীব্র বিষাক্ত পুরো দেহ আমার!
তবুও গোলাপ ভেবে খুঁজে নিও এই আমায়।
ভোরে শিশিরের কোণে টুকরো আমি
ফোঁটা ফোঁটা শিশির বারি এক,
ঈশানের আলোয় বাষ্পীভূত আমি মমি
খুঁজে নিও আমার মৃত্যু প্রাণ এক।
কুৎসিত কালো প্রাণের আলো এই
বাঁকা, এড়েঁ ঝাপসা পথেরও নিশানা
জানা নেই কোথা আছে গন্তব্য ঐ
তবুও চলা কিছুটা চুপ চাপ বাহানা।
সন্ধ্যার আন্ধার আসে যায় ঘোমরা মুখে
খুঁজে নাইবা পায় চলন্ত বে-রংয়ী সুখ!
আহ্লাদ হাউসের মিশ্র ক্ষনিকের বুকে
খুঁজে মরে মিছামিছি হাওয়াই মিঠার দুঃখ।
আমি মৃত্যু প্রাণ এক জল্লাদ কাষ্ঠে দাঁড়!
সেকেন্ড কয়েক বাকি পড়িবে বাঁশি ;
গলদেশ আটকা পড়িবে নরম রশি!
ঝুলন্ত শরীরটা ঘুর্ণয়মান গলেতে ফাঁসি।
মৃত্যু প্রাণ এক,,,,,,,,,