মৃত্যু
হাসান মাহমুদ

পাশের বাড়ির লম্বা গাছে
ডাকে মাগো কালো কাক,
উড়াল দিবে পরাণ পাখি
তাই বুঝি তার করুণ ডাক।