মায়ের ভূমি গায়ের ভূমি
হাসান মাহমুদ

এই তো আমার মায়ের ভূমি,
গাঁয়ের ভূমি ঐ,
কাক শালিকের মিছিল সেথা,
আমি যেথা রই।

ধানের শীষে বাতাস দোলে,
গন্ধে ভরে মাঠ,
মাটির গন্ধ মমতায় ভরা,
তৃষ্ণা মেটে হাট।

পুকুর ঘাটে কচুরিপানা,
জলে খেলে মাছ,
গ্রামের মানুষ সরল হাসি,
মিলায় সব বাস।

এই তো আমার মায়ের ভূমি,
গাঁয়ের মায়ার গান,
প্রাণের মাঝে বাঁধা পড়ে,
স্মৃতির অম্লান।