মায়ের দেশ
হাসান মাহমুদ
ঐ যে আমার মায়ের বাড়ি
মায়ের ছোট্ট গাঁ
ঐ যে দেখো খেলা করে
পাখির ছোট্ট ছা।
দোয়েল শ্যামা হরেক পাখি
গাইছে নানা গান
গানের সুরে হৃদয় জুড়ায়
জুড়ায় মোর প্রাণ।
ঐ যে দেখো রাখাল বালক
যাচ্ছে ছুটে মাঠে
ঐ যে দেখো চপলালক্ষ্মী
কলসি ভরে ঘাটে।
নদীর কুলে কলমি ফুলে
নাচন করে ঢেউ
সেথায় আমার মায়ের বাড়ি
সঙ্গে যাবি কেউ।
ফুল ফসলে সবুজ গ্রাম
শিল্পীর আঁকা ছবি
সকাল হলেই উঁকি মারে
পুব আকাশে রবি।
সেথায় আমার মায়ের বাড়ি
মায়ের ছোট্ট ঘর
যাবেনি কেউ সঙ্গে আমার?
দেখতে তাহার ভাঁর।
ঐ যে দেখো কিষাণ মিয়া
বাইছে গরুর হাল
ঐ যে দেখো জেলে মিয়া
বাইছে নতুন জাল।
নোঙর পড়ে দাঁড়িয়েছে তরী
ছোট্ট নদীর কুলে
পথ হারিয়ে গাইছে মাঝি
তরীর পাল তুলে।
ঐ যে দেখো রূপের বাহার
রূপের নাইকো শেষ
সেথায় আমার মায়েরই গাঁ
মায়ের ছোট্ট দেশ।।।