মায়া
হাসান মাহমুদ
মায়া আমার কায়া খায়
আয়ু খেয়ে শেষ,
চোখে আমার ঝ্বাপসা দেখি
শ্বেত হইলো কেশ।
তোর হাসির দারুণ মায়া
চোখের করুন চাওয়া
চলার বড় মায়ার ঢং
কথায় কথায় পাওয়া।
তোর মায়ায় ঘুম ছাড়িল
ঘর ছাড়িলো দেহ,
উদাস এখন মন বাহাদুর
তোর মায়ার স্নেহ।
তোর মায়ায় রাত জাগিয়ে
নিশি দেখায় আমায়
নিশির কাছে তোরে দেখি
আমায় বড্ড ভাবায়।
তোর মায়া বড় বেহায়া
থাকতে দেয়না ঘরে
তোর মায়াতে জীবন এখন
পাগল হয়ে ঘুরে।
বুঝতি যদি এ মায়ার ছল
ফেলতি ঐ আঁখি জল
কত কঠিন মায়ায় বাঁধা
বক্ষ পুড়ে জ্বল।