মানুষ করোনি
হাসান মাহমুদ

জন্ম দিয়েছ মাগো মানুষ করোনি তবে
থেকে গেলাম চিরোভুলে নন্দিত ভবে।
রেখে গেলাম চিরো অসুখ পুলকিত সুখে
করে গেলাম পাগলামি বেদনাতুর দুঃখে।
তবুও তুমি মানুষ করোনি এই জীবনের তমো
ধরোনি কখনো সঠিক ভুল আমার জীবন মমো।
অমানুষ আমি নই তবুও তুচ্ছ লাগে বেশ
করিনি কি! শোধরাতে এ জীবন ভুল লেশ।
হলোনা শেষ, বাড়িলো বিন্দু বিন্দু এক ক্লেশ,
জীবন্ত পাপের ভারি এক কষ্ঠিপাথর অবশেষ।
জন্ম দিয়েছ মাগো মানুষ করোনি তবে
এটা ভেবে ভেবে আত্মমগ্ন মাথা উপাধান যবে।
যেখানে ফেলি পা শুধু দেখি কাদামাটি
শুকনো তেও দেখি আমি কর্দম খাঁটি।
ভুল গুলো উঁচুতে আজ দিচ্ছে হাত ছানি
রাজার চেয়ে বড্ড বড় রাজ্যের মহারানী।
মানুষ করেছো ঠিকই করোনি মহা মানুষ
হিসেবের খাতাটা এলোমেলো দাগে শেষ।