মাহে রমাদান
হাসান মাহমুদ
আহলান সাহলান
মাহে রমাদান,
বছর ঘুরে এলো
আবার মেহমান।
অতিথি হয়ে এলো
একটি মাসের জন্য
মুসলিম হয়ে গর্বিত
হয়েছি তাই ধন্য।
আহলান সাহলান
এলো রমাদান
মুসলমানের আত্মার
পবিত্র অম্লান।
সেহরি খেয়ে
সারাটি দিন
সন্ধ্যায় মুখরিত
মধু করে পান।
আজানের ধ্বনি
শুনিবার তরে
ভরিয়া উঠে
হৃদয়ে ঘরে ;
সকল যাতনার
অসহ্য আঁচান
বছর ঘুরে
এলোরে রমজান।
সকল তৃষ্ণা
ভুলিয়া সকলে
প্রভুর মহিমায়
দু-হাত তুলে;
কত চাওয়া
কত পাওয়া
কত ডাকে
উন্মাদ হইয়া।
ত্রিশটি দিবসে
সকল পাপি
ক্ষমা চাই
ওয়াদায় সাফি।
কেউ পাই
কেউ হারাই
মালিকের তরে
তবুও ধৈর্য চাই।
আসুন সবে
করি শপথ
সকল পাপ ছেড়ে
ধরি পূন্যের পথ।
আহলান সাহলান
মাহে রমাদান
বছর ঘুরে
এলোরে মেহমান।
সকলে করিও
স্বাদরে গ্রহণ
খোদার পরশে
হইয়া বিলিন।