মা' কথাটি
হাসান মাহমুদ
মা' কথাটি ছোট্ট অতি
মিষ্টি ভারি বেশ,
মায়ের মতো আপন কোথায়
কোন গ্রাম বা দেশ।
মা' ডাকিলে মন ভরে যায়
শীতল হয় প্রাণ
মায়ের ডাকে গন্ধ অতি
হাসনা হেনার ঘ্রাণ।
মা' যে আমার হৃদ বাগানে
গোলাপ ফোঁটা গাছ,
সেই গাছেরি শ্রেষ্ঠ গোলাপ
আমি মাথার তাজ।
মা' ডাকটি মধুর লাগে
বাংলা ভাষায় বললে
হিন্দি উর্দু যাতেই বলি
ভালো লাগে না চললে।
মা' কথাটি বললে অতি
পাহাড় সমান সওয়াব
এ বানীটি বলে দিছেন
কোরান পাকে রব।