মা
হাসান মাহমুদ

মা!
যার ডাকেতে ঘুম ভেঙে যায়
আজান দেওয়া ভোর
যার ছোঁয়াতে খিল খুলে যায়
ঘরের প্রথম দোর।
মা!
যার দেখাতে ঈশান কোণে
উঁকি মারে রবি
যার কথাতে খোদা তালা
আঁকেন নতুন ছবি।
মা!
যার সুরেতে পরাণ হাসে
সকাল বেলা উঠে
যার কারণে নতুন দিবস
নিত্যনতুন জুটে।
মা!
যার রাঁধনে উনুন হাসে
সকাল দুপুর রাত
সকল খাবার তিক্ত লাগে
যার খাবারে স্বাদ।
মা!
সকল দুখে সুখের রাঁধন
হাসি মাখা মুখ
দুখ বিলিয়ে কিনে আনে
সকল পরম সুখ।
মা!
যে হাসিলে খোদা হাসে
স্বর্গ হাসে খুব
যার পায়েতে স্বর্গ নরক
পরে আছে চুপ।
মা!
যার কারণে নতুন দেখি
বিশ্ব ঘুরে ফিরে
যার দোয়াতে নিত্য চলি
সকল আশা ঘিরে।