লাশ
হাসান মাহমুদ

লাশ!
দিনে দিনে বেড়েই চলছে লাশ,,
বেড়েই চলছে  দূষিত নিশ্বাস।
ভালোবাসাটা  আজ নিঃশ্ব হচ্ছে
উঠে যাচ্ছে ভালোবাসার আবাস,

পৃথিবীটা আজ ধুয়ে মুছে সব
পরিষ্কার হচ্ছে,হচ্ছে কিছুটা অবসান,
কোথায় করুন সুরে কাঁদছে মা-বাপ
হৃদয়ে শান্তি নাই, নাই কোনো আছান।

দিনে দিনে বেড়েই চলছে লাশ,
মরুভূমি আজ ধরনীর আবাস।
যুদ্ধ চলছে লাশে লাশ,
কাদিয়া ফিরিতেছে আত্মীয়তার দির্ঘশ্বাস