কুটুম পাখি
হাসান মাহমুদ
কুটুম পাখি কুটুম পাখি
কোথায় তোমার বাড়ি
কোথায় গেলে পাইবো দেখা
বলো তারাতাড়ি।
তোমার শনে কইবো কথা
পাতবো সখার সই
আমার বাড়ি দাওয়াত রইল
খাওয়াইবো মিষ্টি দই।
আইসো তুমি আম কাঠালে
হলদে কুটুম হইয়া
গাছের ডালে বইস তুমি
মনের গানও গাইয়া।
তোমার জন্য পায়েস রেঁধেছি
বিন্নি ধানের চাল
মোরগ পোলাউ গরু রেঁধেছি
সাথে হাসের জোল।
আমার বাড়ি দাওয়াত রইল
রইলো নিমন্ত্রণ
আইসো বন্ধু সই পাতাতে
রইলো আমন্ত্রণ
কুটুম পাখি কুটুম পাখি
কোথায় তোমার গ্রাম
কোন গাঁয়েতে গেলে বলো
তোমার দেখা পাইতাম।
তোমায় দেখি বছর শেষে
উঠোন গাছের ডালে
মিষ্টি তোমার দেহ খানি
চক্ষু নাহি টলে।