কৃষক ভাই মরে
হাসান মাহমুদ
জল নেই জল নেই চিৎকারে
কৃষক ভাই লড়ে,
মাটি ফেটে চৌচির ময়দান চত্বরে
কৃষক ভাই মরে ।
মাঠ-ঘাট, খাল-বিল ছাই উড়ে
পশু-পাখি ঐ মরে,
জল নেই জল নেই চিৎকারে
কৃষক ভাই মরে।
ঘাস ধান শুকিয়ে হলুদ ঝড়ে
লাল-লাল রং ধরে,
গরু - ছাগল মহিষ উপোষ ধরে
তাই তো সব মরে।
হাহাকার লেগেছে বেশ জমিন ভরে
জল চাহিয়া বিফল
ঈশ্বর দেয়না স্বর্গ হতে তাহা
জমিনে আসিবে ফল।
মরছে মাছ গাছ অভাবে জলের
উজাড় হয়েছে সব মরে
তৃষ্ণায় ধুঁকছে চাষি হাল হাতে নিয়ে
জল নাই যাচ্ছে মরে।