কথা ছিলো আসবে
হাসান মাহমুদ
কথা ছিলো আসবে!
কই আর তো আসলে না?
কথা ছিলো আমের দিনে আসবে
তিব্র প্রখর ঝড়ে আম কুড়াতে ;
কথা ছিলো জৈষ্ঠ শেষে আসবে
শ্রাবণের মেঘের সাথে শাপলা কুড়াতে।
কই আসলে না তো?
কথা ছিলো আসবে!
আষাঢ়ের ঘন বরষায় ভিজে দেহে
হলুদিয়া বর্ণের কামিজে;
তমো দেখে চমকে উঠবো আমি
শীত শীত শরীর আমেজে।
কথা ছিলো আসবে!
সাদা কাশের বুকে কাশ হয়ে
দক্ষিণা বাতাসে উড়াবে কেশ
উড়াবে নীলাম্বরী শাড়ীর আঁচল দেহে।
কথা ছিলো আসবে!
কার্তিকের সোনালী ধানে
নবান্নের নব চেতনায় ঘরে ;
উড়াল চণ্ডী আউলা কেশে বধু বেশে
কই এলে না তো ধারে?
কথা ছিলো আসবে !
আহ ! তুমি আসবে;সেই আশায়
চুম্বুন করিনি কো মোর প্রিয় শীত;
আসতে দেইনি ঘন কুয়াশা
আর আসোরও বসাই নি প্রিয় গীত।
কই আসলে না তো?
তোমার অপেক্ষায় ;জৈষ্ঠ থেকে বসন্ত গেলো
চৈত্রের প্রখর তাপ এলো
মাঠ ঘাট খাঁ খাঁ করছে
তবুও তুমি এলে না ;
কথা ছিলো তুমি আসবে।
তমো আশাতে বারোমাস কাটলো
কত নিশী নিদ্রাহীন রইল
কত সকাল বৈকাল হইলো
তুমি এলে না ;কথা ছিলো তুমি আসবে।