কষ্ট
হাসান মাহমুদ

কষ্ট পেলে কাঁদি না আমি
কষ্ট পেলে হাসি
কষ্ট এখন আমার কাছে
লাগে অনেক বাসি।
হরেক রকম কষ্ট দেখি
কষ্ট আমার ঘর,
কষ্ট দেখে মুচকি হাসি
নয় যে আমার পর।
সুখের কষ্ট দুখের কষ্ট
কষ্ট নানান রঙের
হাসির কষ্ট কাশির কষ্ট
কষ্ট নানান ঢংয়ের।
বুড়ার কষ্ট বুড়ির কষ্ট
কষ্ট সুখের ঘর
পাখির কষ্ট ছায়ের কষ্ট
কষ্ট দুখের পর।
রাতের কষ্ট আলোর কষ্ট
কষ্ট তপন ভার,
চাঁদের কষ্ট জ্যোৎস্না কষ্ট
কষ্ট এ সংসার।
আপন কষ্ট কুটুম কষ্ট
কষ্ট সুহৃৎ জন,
তিক্ত কষ্ট প্রণয় কষ্ট
কষ্ট আপন মন।
ভালোর কষ্ট মন্দের কষ্ট
কষ্ট আনন্দের,
সুন্দর কষ্ট কুৎসিত কষ্ট
কষ্ট এই ভবের।