কেমনে করে ভুলি
হাসান মাহমুদ
যত চাই ভুলে যাবো
ততই পড়ে মনে
কেমন করে ভুলি তোরে
মিশে গেছো মনে।
তুই হয়তো ভুলে আছো
কাঁদে না আর হৃদয়
আমি বোকা আগেরই আছি
স্মৃতি এখনো কাঁদায়।
যত ভুলে যেতে চাই তোকে
ততো মনেই পড়ে
কেমন করে ভুলি বল
অতীত জাপ্টে ধরে।
তোর স্মৃতি দাঁড়িয়ে আছে
মোর ঘুমের ঘরে
ঘুমাতে দেয় না রাতে আর
আঁখি জলেরা খেলা করে।
আঁখি জলেরা আড়ি দিয়ে
আসছে মোর আঁখি
কেমন করে ভুলি তোরে
কেমন করে থাকি।