কি যেনো নেই আমার
হাসান মাহমুদ

মস্ত বড় দু খানা হাত আছে
সমস্ত কিছু আমার নাগালে
বিশ্ব আমার হাতের মুঠোয়
এক তুরিতে আমি বিশ্ব জয় করি
তবুও কি যেনো নেই আমার।
লম্বা দূরন্ত দু'খানা পা আছে
এ পুরো পৃথিবী আমি ঘুরি
আমার পদচারণ ধরত্রী জুড়ে
আমার পায়ের চিহ্ন দূর্বার বুকে
তবুও কি যেনো নেই আমার।
ফুটবল আকৃতি দু'খানা চোখ
উঁচু নিচু আঁকাবাকা সব দেখি
ভালো মন্দ সকল কিছুই আঁকি
সকল সৌন্দর্য আমার চোখে
এ বিস্তৃত ভুবন চোখে ঘুরে
তবুও কি যেনো নেই আমার।
দু'খানা কর্ণ বিশাল মাথায়
সকল কিছুই কর্ণপাত করি
আশেপাশে সকল কিছুই শুনি
সকল সৌন্দর্য মণ্ডিত আমি
তবুও কি যেনো নেই আমার।
শেষমেশ আইন্সটাইন আমি
আমার বুদ্ধির কাছে সবাই হারে
আমার বুদ্ধিতে সব পরাজিত
আমি বিশ্ব জুড়ে খ্যাতিমান
তবুও কি যেনো নেই আমার!
তাহলে আমার কি নেই?
এমন প্রশ্নে নিজেকে ঝর্ঝরিত
আমার কি যেনো নেই!
আমার বাক স্বাধীনতা আছে
কথা বলার অধিকার আছে
আমার চলার স্বাধীনতা আছে
আমার নিজস্ব মত প্রকাশ আছে
তাহলে আমার কি নেই?
এতো কিছু থাকার পরও যেটা নেই
সেটা হলো আমার গনতান্ত্রিক অধিকার
আমার নাগরিক অধিকার
আমার জীবনের শ্রেষ্ঠ অধিকার নেই,
শেষমেশ এটাই খুঁজে পেলাম
কি যেনো নেই আমার প্রশ্নের উত্তর।