কি হবে হাঁটিয়া এক সাথে
হাসান মাহমুদ
কি হবে বল হাঁটিয়া এক সাথে
কিছু সময় পরে তো তুই হবি পর;
হৃদয় ভাঙিয়া চলিয়া যাবি তুই
তোর নতুন সাজের নতুনত্ব সংসার।
নতুন মানুষ নতুন জীবন তোর
নতুন হবে বাড়ি গাড়ি সব;
সুখের রাজ্যে বসতি হবে তোর
ভাঙা চালার ঘর ফেলিয়া তব।
কি হবে হাঁটিয়া পায়ে পা মিলেয়ে
পথের ধূলিকণা যাবে না ভুলে;
তুই ত ঠিক যাবি নতুন সাজে
সকল স্মৃতি মায়ার মাত্রা ফেলে।
সকল যাতনা সয়েও রয়ে যাব আমি
সকল ব্যথায় চিৎকার করেও তখন
ভুলিতে পারিব না কোনো মতে
তোর সকল সৌন্দর্য স্মৃতি খেলা করবে যখন।
কি হবে হাঁটিয়া পাশাপাশি দু'জন
বলিয়া ঘন্টার পরে ঘন্টা কথা মালা
সুখ দুঃখের কত বেদনার ক্ষত
বলিয়া বাড়িয়ে হৃদয়ের তিব্র জ্বালা।
তুই তো নতুন করে বাঁধিবি ঘর
নতুন মানুষের নতুন ছোঁয়ার তরে;
আমাকে কে বল সান্ত্বনা দিবে?
বাঁচার স্বপ্ন যোগাবে কঠিন এ ধারে।
কি হবে হাঁটিয়া হাতে হাত রেখে
তুই তো ছাড়িয়া যাবি হাত হঠাৎ
টের ও পাইবো না এই আমি তখন
বিরহে কাটিবে সেই অলক্ষুণে রাত।।।