খুঁজি নিজত্ব
হাসান মাহমুদ
এক বার কেঁদে দেখো
পাশে নেই কেহ,
এক বার হেসে দেখো
লোকের সমারোহ।
পরে দেখো দুখে তুমি
কোনো অ-বেলায়
নিজ মমি ছাড়া দেখিতে
পাবেনা কেহ নিরালায়।
ছুঁড়ে দেখো অর্থের ধার
কোনো মলিন জায়গায়
কাদা-মাটি গায়ে মেখে
আনিবে কুড়িয়ে তায়।
এমনি পৃথিবীটা বড়ই অভাগা
অন্যের সার্থে হতাশা
নিজ নিজ কৃত্বিতে আজ
নই কোনো নিরাশা।
সবাই করি সার্থের সন্ধান
খুঁজে ফিরি নিজত্ব,
অন্যের সুখই বড় সুখ
খুঁজি না কেহ পরমত্ব।