খুঁজেছি বহুবার
হাসান মাহমুদ
শরতে একবার খুঁজেছিলাম
কাঁচা ধানের সবুজ কোনচির ডগায়,
হুতোম প্যাঁচার নক্সায় আর কৃষকের বিলাসিতায়।
হঠাৎ!
হেমন্তের গাঙচিলের ঝাঁকে
তোমাকে দেখেছিলাম একবার
উড়ন্ত বাতাসে এক গালিচার মতো উড়তে
পরন্ত বিকেলের আবছা আলোর ফাঁকে।
খুঁজেছি অনেক পথ!
সেই মায়াকাননের বুকে পুষ্পের ভিতর,
সন্ন্যাসী হয়েও বহুবার ভ্রমণ করেছি, বহুবার;
কোথায় খোঁজ নেই,বলো আর খুঁজিব কতবার?
তবুও!
খুঁজেছি বহুবার দারুচিনির দ্বীপে
বহুবার ফিরেও এসেছি!
বহু ক্লান্তিলগ্ন তনুতে
এবারও খুঁজিলাম অবন্তীর কারুকার্য সমীপে।