ক্ষমা করো
হাসান মাহমুদ
চাই গো খোদা আমি অধম
তোমার কাছে মাপ,
তুমি হলে রহিম রহমান
শেষ করে দাও পাপ।
তুমি বাঁচাও তুমি মারো
তুমি করো পার,
তোমার কাছে আমার চাওয়া
আমার শ্রেষ্ঠ আবদার।
তুমি রাজ্জাক তুমি গফুর
তুমি সত্তার,কারিমু,
তুমি খফিদ্বু তুমি রফিই
তুমি মুই'জ্ব, মুদ্বি'ল্লু
তুমি খাওয়াও তুমি পড়াও
তুমি করো দান,
তুমি দেখাও তুমি চালাও
তুমি প্রভু রহমান।
তোমার হাতে আমি গড়া
তোমার শ্রেষ্ঠ অহংকার
তুমি খোদা ক্ষমা করো
আমি গুনাহ-গার।
তুমি হাসাও তুমি কাঁদাও
তুমি রাখো সুখে,
তুমি ডুবাও তুমি ভাসাও
নীল দরিয়ার বুকে।
তুমি সামি তুমি বাছীর
তুমি হাকাল, আদল,
তুমি মুমিনের চোখে ঝড়া
ইমানের শ্রেষ্ঠ বাদল।
তুমি লাতিফ, তুমি খবির
তুমি হালিম ও আজিম,
তুমি আমার তুমি সবার
তুমি আল্লহু কারীম।
তোমার কাছে শেষ চাওয়াটা
নেও গো করে কবুল
তোমার প্রতি হে খোদা
তুমি হে ওয়াকিল।