খোকার রাগ
হাসান মাহমুদ
মা মেরেছে
মা বকেছে
মা দিয়েছে গাল,
তাই তো খোকা
রাগ করেছে
ভাত খায়নি কাল!
বললে তারে
মুখটা ভাড়ে
মুচকি হেসে কয়,
মদন কালকে
নেয়নি আমায়
বোয়াল মাছের নায়।
তাই তো খোকা
মুখ ফুলিয়ে
আসলো ফিরে ঘরে
মায়ের কাছে
খাইলো ধরা
মিষ্টি হাসি ঘিরে ।।