খোঁজ
হাসান মাহমুদ

আমার আকাশে মেঘ জমেছে
বৃষ্টি এলো বুঝি,
পথ পানে চেয়ে থাকি
বন্ধু তোমায় খুঁজি।
কোন পথের কোন আল ধরিয়া
যাইবা তুমি বাড়ি,
তোমায় একবার দেখার জন্য
দিয়েছি তাই আড়ি।
কত্ত ঘুড়ি পা ফেলিয়া
ধূলা বালি নিয়া,
পাগল বলে লোক সমাজে
আমার পানে চাইয়া।
আমি বন্ধু উড়াল পঙ্কি
উইড়া উইড়া ঘুড়ি,
কোথায় কখন ডানা ভেঙ্গে
যাইবো বন্ধু মরি।
পাবেনা টের বন্ধু তুমি
ছিলাম কতটা ঢের,
অবহেলা করে গো তুমি
রেখেছ কতটা দূর।
হারাবে হয়তো পাবেনা খোঁজ
খুঁজবে দিবা রাতি,
আমি খুঁজেছি যখন বন্ধু
হইলানা তখন সাথী।