খানিকটা দূরে
হাসান মাহমুদ

এক দিন পড়ে রবো সবুজ বৃক্ষ তলে সাদা কাপড়ে,
হয় তো এ ধরনী থেকে কিছু দূরে।
খানিকটা নয়, মাত্র দু-তিন হস্ত বিলম্ব পথ,
সেটাই হবে দূরে বহুদূরে প্রিয়দের রথ।

থাকিব পরাণহীন দেহ খানি নিয়ে,
অন্ধকারে আছন্ন মোর বসত বাড়ি গিয়ে।
থাকিবে না ভয়, রবে না জয় পরাজয়
শুধু আমি আর আমি রইব নিরালায়।
এতেই হবে ব্যবধান আপন পর,
ছিন্ন হবে সব মায়া এ জগৎ সংসার।















২৬/০৯/২০২০