কায়ার শেষ লগ্নে
হাসান মাহমুদ
কায়ার শেষ লগ্নে একেলা চলি দিন ভর,
ফুরাইবার আগে আয়ু, পারিবো কি করিতে স্নান আর?
জীবন তো থেমে যাবে, থেমে যাবো আমি,
শেষ বারেও কি? ভালোবাসি বলে ফিরাইবা না তুমি।
না কি, নয়নের অথই নোনাজলে ভেলায় ভাসাবা,
সন্ধ্যার আকাশের সাদা বকের সাথে গোধূলিয়া আভা।
মিশিয়া একাকার চিত্তে ফুটিয়া উঠে,
ঘাসফড়িঙ গুলোও খুঁজিয়া বেড়ায় আকাশের রং পিঠে।
শেষ লগ্নের এক মহত্ত্ব ভালোবাসার পটে।
কি হবে দেহ খানির? কেউ কি বলতে পারো?
কি হবে শেষ বিন্দুটুকুর?
তক যুক্ত আবরনের মাঝে থাকা কুপিত বায়ুর।
কায়ার শেষ লগ্ন এমন যেন না হয়,
শ্বাসরুদ্ধ,
এ পাখিটা যেন খোলা হাওয়ায় দেহগ্রন্থী কে উড়াতে পারে,
যেন ছটফট করে না মরে।
শেষ লগ্ন টা যেন ঈশ্বরের এক করুণায় হয়,
এমন যেন না হয়,
উত্তেজনা!
লাফাতে লাফাতে বাহির না হয়।
কায়ার শেষ ইচ্ছা,
একটি সত্যিকার ভালোবাসার বিদায়,
তাড়াহুড়া নয়!
শান্তশিষ্ট,
আশানুরূপ বিদায়।
কবিতা নং:-৬৭
৩১-০৫-২০,, গভীর রাত।