কান্ত প্রান্ত
হাসান মাহমুদ
সাদা মেঘ উড়ে যায়
দূরে যায় দূরে যায়;
নীল নদী বয়ে যায়
মাঝি ভাই গেয়ে যায়।
কথা হয় খুব বেশি
ডাকা ডাকি চুপ হাসি;
ঐ মাঝি ঐ মাঝি
শুন না!কারসাজি।
চোখ খুলে মন ভুলে
দেখ না! দুখ নুলে।
দেখ তুই চেয়ে চেয়ে
নীল নদী যায় বয়ে;
সুখ চায় সুখ চায়
নীল চোখে দুখ বয়।
আয় ভাই আয় ভাই
দুখ নিয়ে সুখ চাই;
কূল ঘেঁষে ভাঙন পরে
সুখটা বাস দুখ ঘরে!
তটে নয় ভাঙা ঘাট
এই তো নাও বাট।
নীল জল দূর তল
খুব কাছে বল বল
আয় ভাই আয় ভাই
দুখ নে সুখ চাই।