কালের স্বাক্ষী
হাসান মাহমুদ
কৃষ্ণ-চূড়ার ফুল ফুটেছে
লাল হয়ে ডাল
রাত পোহালে শুনা যাবে
পাক বাহিনীর কাল।
কিরূপ ছিলো পরাণ তাদের
ব্যাঘ্র হিংস্র জানোয়ার
অত্যাচারি জালিম শাসক তারা
নয় তো ভুল-বার।
পঁচিশ মার্চের কথা হলে
বুকে উঠি কাঁপুনি
শিহরিত নৃশংস জাতি তারা
ইতিহাসে রইলো গাঁথুনি।
ভুলিনি কবু ইতিহাস মোদের
স্বাক্ষী হলো কালের
আজও জ্বলে বুকের পাঁজর
ক্ষত দেখায় ভূখণ্ডের।