জন্মভূমি
হাসান মাহমুদ

এই কাশ আর বাদলের দিনে
তুমি মোরে ভরিয়ে দিলে ঋণে,
তোমার রূপ দেখে দেখে আমি
ভুলে যাই প্রিয়ারও রূপ খানি।

কি মায়ায় জড়ালে ভরালে পরাণ,
যেদিকে তাকাই দেখি তুমি অম্লান,
তোমার রূপ দেখে এই আমি তবে
দেখি না-কো কোনো রূপ এই ভবে।

তুমি তো আমারি অপরূপা প্রিয়তমা
চারিদিক সাজা তোমার তরুর সমা,
তোমার আদরে আমারি সুখ লুটে
চাওয়া পাওয়া সবই তোমাতে ছুটে।

হে আমারি রূপ কাজলের জন্মভূমি
জল সাগরের উতাল হাওয়ার ঊর্মি,
আকুতি মিনতি তোমার গায়ে লুটাই
সকল সুখ সুখের কথা রবেতে ছুটাই।