যদি মনে পড়ে
হাসান মাহমুদ
যদি মনে পড়ে চলে এসো,
একবার এ বিকেলের গোধূলি বেলায়
সন্ধ্যার কোলাহল মাখা আবাসনে।
যদি মনে পড়ে চলে এসো,
যদি মন কাঁদে চলে এসো,
বৃষ্টি ভেজা কোনো এক রাতে,
উদীপ্ত ধূলিকণা কাদার সাথে,
যদি মনে পড়ে চলে এসো।
যদি মনে পড়ে চলে এসো
নির্জন কোলাহল নিরুক্তির ডাকে,
কোনো এক পরিত্যক্ত অবসর সময়,
কোনো একজন্মা গ্রামতলির গাঁয়।
যদি মনে পড়ে চলে এসো
সব ভুলে আজিকার এ-খনে
তোমাতে দেখার বড়ই স্বাদ মনে,
আজিকার নয়ন ঝড়ে খনে খনে।