যদি কবু মনে পড়ে
হাসান মাহমুদ
যদি কবু মন পড়ে পাখি ডাকা ভোরে
প্রভাতফেরির নিঝুম কোলাহলে
তপ্ত দুপুরে ক্লান্ত শ্রান্ত আত্মার বাঁকে
নিরব নিস্তব্ধ কোকিলের বিকেলে।
স্বরণে রাখিও হৃদয়ে, ডাকিও কবু
হাত বাড়িয়ে না পারিলেও ইশারাতে
তবুও ডাকিও!রাখিও আত্মায় তবুও
ভুল না কবুও, ভুলো না তোমাতে।
ভোরের শিশিরে স্নান মাখা দূর্বার বুকে
ভেজা ভেজা পায়ের আলতো পরশে
আবার ধূপ জ্বলা সন্ধ্যার বর্ণিল বাতি
তোমারি রূপকার্থে রাখিও তবু ভরসে।
পৌষপার্বণের ভরা যৌবনে রাখিও
শীতের পশমি বসনে রাখিও মোরে
বাসন্তীয় আয়োজনে ফুলের গন্ধে রাখিও
তবুও রাখিও ভুলে নাই বা যেও মোরে।।