জনপ্রতিনিধি,
হাসান মাহমুদ

আগে তো দেখেছি পরহিত মশাই
ভোট এলেই দিতো টুপি চাপাই।
এখনো দেয় ব্যতিক্রম নাই,
তবে যে ভুলে গেছে আগের দিন নাই।
সময়টা পরিবর্তন হে পুরোহিত মশাই
মানুষ চায় নতুন ত্ব সৎ লোক টাই।
তুমি মশাই কি করেছো দেখেছে সবাই,
কিছু করো আর নাই করো
নিজেরটা নিছো কামাই।
এখন ছাড় ধাপ্পাবাজি,
গোপ ধরেছে সবাই
আহ! ভাই যে যাই করি না কেন
সৎ প্রতিনিধি চাই-ই চাই।