জীবন বৃথা
হাসান মাহমুদ
আমার ডাক এসেছে যাইতে হবে
ঐ না মাঠির দেশে
আজরাইল আমার জান কাটিবে
হুকুম রবের কষে।
আজ মরিলে কাল দুইদিন
কাঁদবে আপন জন,
পরশু আর কাঁদবে নাকেউ
কাঁদবে শুধু মায়ের মন।
বড়ই পাতার গরম জলে
আতর লোবান সাবানে
মৌলবি আসবে গোসল দিতে
গামছা তোয়াল নিয়ে।
ডলে ডলে গোসল দিয়ে
রঙিন কাপড় ছেড়ে
সাদা কাপড়ে নতুন করে
আমায় দিবে গেরে।
জানাযাতে পড়বে সবাই দুয়া
আমার আত্মার তরে
তসবিহ পাঠে নিয়ে যাবে
ছোট্ট মাটির ঘরে।
চারকুল ঐ পাঠ করিয়া সবে
রাখবে সবে নিরাপদে
এক মুঠো মাটি দিয়ে সবে
হাঁটিবে দাবির পথে।
সকল চাওয়া বৃথা তখন
দেখবে শুধু চেয়ে
শত চিৎকারেও কেহ ফিরবে না
যাবে দুরুদ গেয়ে।
ছয় দিনেতে নখ পঁচিবে
নয় দিনেতে চুল,
তখন সবাই দেখবো হয়তো
করেছি জীবন ভুল।
কি করিলাম জীবন কালে
জীবন বৃথা ভোগে
ভোগে ভোগে জীবন উড়ালাম
ধৈর্য ধরিনি ত্যাগে।
কবর বড়ই কঠিন জঠিল
আরাম শোকের বাড়ি
সাধন যদি করি ভব
একটু তারাতাড়ি।
মিলবে তবে সুখ আয়েশটা
আঁধার কালো গোরে
জীবন তখন হিসেব হবে
যোগ বিয়োগের ঘরে।।