জীবন এখন স্বরধ্বনি
হাসান মাহমুদ
জীবন এখন স্বরধ্বনি
যে নিজের মত চলে
নিজের কথা নিজের কাছে
মুখ লুকি বলে।
তাহার মনে হাজার বেদন
হাজার সুখটা থাকে
তবুও সে অন্যের বাহন
নিজের করে রাখে।
চলতে পারে বলতে পারে
হাটতে পারে একা
তবুও সে অন্যের তরে
ব্যঞ্জের সাথে দেখা।
কত কষ্ট কত বেদন
নিত্য নতুন পায়
তবুও তার জীবন চলে
ক্লান্ত দেহে তায়।
রোদ বৃষ্টি ধূলিকণা
কত সহ্য করে
তাহার মত এমন জীবন
নাহি কেহ গড়ে।