জ্যান্ত দানব
হাসান মাহমুদ
এই শহরে আমি জ্যান্ত দানব
মিছে মিছে হাঁটি ঘুরি
আনাচে কানাচে ঘুরি ফিরি
হাত পাতি আমি কোনো মানব
এই শহরে আমি জ্যান্ত দানব।
সস্তায় বেচে দেই স্বপ্ন দানব
কখনো বাকি আবার কখনো অর্ধেক
কিছু দেই আমি ক্ষুধার দামে
কিছু টা মানবতায় স্বার্থক,
এই শহরে আমি জ্যান্ত দানব।
আমার পরিচয় আমি টোকাই
রাস্তায় ঘুরি ঘুরি পেট ভরি
কখনো কাগজ, কখনো
বাবুদের ময়লা বোতল
এটা দিয়ে মোরা জীবন গড়ি।
ময়লা জামায় আর গন্ধ গায়ে
ক্ষুধার্ত পেট আর জীর্ণ গায়ে
রাস্তার মোড়ে আর কুকুরের ঘরে
দিন রাত পাড় হয় এই শহরে,
এই শহরে আমি জ্যান্ত দানব।