জেগে উঠো বাংলাদেশ
হাসান মাহমুদ
পূর্ব থেকে পশ্চিম জেগে উঠো,
কাস্তে কুঠার লাঠি নেও হস্ত মুঠো।
জেগে উঠো, জেগে উঠো,জেগে উঠো বাংলাদেশ।
ঘুমিয়ে থাকার সময় নেই এখন রাত্রি শেষ।
উত্তর থেকে দক্ষিণ জেগে উঠো,
লাল সবুজের সমারোহ নিয়ে ছুটো,
বক্ষে এবার ছুঁড়ে দেও তোমার রুঠো,
জেগে উঠো,জেগে উঠো,জেগে উঠো বাংলাদেশ,
পরাধীনতার আগ্রাসন এবার হবে শেষ।
আকাশ হতে জমিন তুমি ছুটো,
ডানকে তুমি বামে করো মুঠো।
তোমার শক্তি তোমার স্বাধীনতা রুঠো,
তুমি জেগে উঠো,তুমি জেগে উঠো বাংলাদেশ,
তোমার গনতন্ত্র ফের আসিবে,হবে না তো শেষ।
একাত্তরে পেয়ে ছিলে যে মুক্তির লেশ,
হতে দিও না,হতে দিবে না বালুকণা টাও শেষ,
জেগে উঠো জেগে উঠো জেগে উঠো বাংলাদেশ।
পূর্ব থেকে পশ্চিম জেগে উঠো,
উত্তর থেকে দক্ষিণ জেগে উঠো,
আকাশ থেকে জমিন জেগে উঠো,
ডান থেকে বাম জেগে উঠো,
সকাল থেকে সন্ধ্যা জেগে উঠো,
গোধূলির পরে প্রভাত ফের উঠো,
থেকো না আর নিদ্রায় জেগে উঠো,
জেগে উঠো, জেগে উঠো,জেগে উঠো বাংলাদেশ,
হবে না আর পরাজিত শত্রু করবে নিঃশেষ।
০৫-০৮-২০২০
রাত ১ঃ০০
৭৩