কাঁদিস কেনো
হাসান মাহমুদ
ওরে আকাশ কাঁদিস কেনো
মনটা ভারি হলে
তোর মনেতে মন মিলাতে
একটু দিস বলে।
তোর চোখেরি কালো দাগে
আমার অন্তর জ্বলে
আর কত কাল তোর পানেতে
ভাসবো নয়ন জলে।
তোর জমিনে মেঘ দেখিলে
বক্ষ পুড়ে ছাই
তোর কাঁদনে আমিও কাঁদি
সুখটা আজ নাই;
কাঁদিসনে আর গোমরা মুখে
শত বেদন জুড়ে
ত্রিভুবনে কে আর আছে
দুঃখ রাখেন ধরে।