ইচ্ছে করে
হাসান মাহমুদ
ইচ্ছে জাগে যেতে আমার
গ্রাম তলীর গাঁয়,
যেথায় আমার স্মৃতি জড়ে
পথের ধূলি কণায়।
ইচ্ছে করে দেখি গিয়ে
সবুজ বর্ণের মাঠ,
মাঠ ঘেরা সোনালী ধান
বাড়ির উঁচু আট।
ইচ্ছে করে সাঁতার কাটি
শানাই বাঁধা ঘাট,
হৈচৈ আর উল্লাস করে
কাটাই ঐ না বাট।
ইচ্ছে করে খেলা করি
ঘুঘুর বাসার তরে
এ গাছ হতে ও গাছে
ঝিঁ ঝিঁ পোকা ধরে।
ইচ্ছে করে বাবার সনে
ধরি হালের মই
বৃষ্টি ভেজা ছাতার তলে
খাই পান্তা দই।
ইচ্ছে করে আবার ফিরি
মোর পাঠ-শালায়
স্যারে মার খেয়ে দেয়ে
কাঁদি মন পাড়ায়।
ইচ্ছে করে সন্ধ্যা হলেই
বসি বইয়ের সাথে
গুন গুনিয়ে পড়ার ফাঁকে
ঘুমটা ডাকি রাতে।