ইসলাম নামে প্রহসন
হাসান মাহমুদ


যে দেশে অলিতে গলিতে  মসজিদ
সে দেশে নাই আজ ইমানদার মুজাহিদ।
যে দেশের ধূলিকণায় আল্লাহ তাকবির
সে দেশে চলে হিন্দুত্ব তকবির।
যে পাঁচ বার ডাকা হয় কল্যানের দিকে
সে দেশে অকল্যান আজ ভর করিলো ফিকে।

যে দেশে পঁচানব্বই ভাগ মুসলমান
সে দেশে আলেম আজ হচ্ছে অপমান।
যে দেশে পঞ্চম ভাগ আলেম বসবাস
সে দেশে ইসলাম নামে মুখ খুললেই হয়ে যায় সন্ত্রাস।
যে পার্লামেন্টে লেখা আইন ইসলাম
সে দেশে ইজ্জত হারায় মসজিদের ইমাম।
যে দেশে সকাল হলেই পাখি ডাকে আল্লাহু আজিম
সে দেশে সন্ধ্যা হলেই শুনা যায় আলেম গুম।
যে দেশে সূর্য হাসে আল্লাহু তাকবীরে
যে দেশে সূর্য ডুবে আল্লাহু তাকবীরে
সে দেশে ইমান হারায় বিধর্মীদের কুমন্ত্রণায়
সে দেশে ধর্ম নামে ব্যবসা চালায় নাস্তিক দাদায়।
যে দেশে পার্লামেন্টে ইসলামের আসন
সে দেশে ইসলাম নামে চলে আজ নানা প্রহসন।।।