ইচ্ছে-৩
হাসান মাহমুদ

হতে আমার ইচ্ছে করে
পৃথিবীর মতো ভাইরে,
হাজার ওজন বহন করে
আমার মতো যাইরে।
ইচ্ছে করে পাহাড় হবো
বিশাল হবো উঁচু
জগৎ জুড়ে মহান হবো
শির হবে না নিচু।
হতে আমার ইচ্ছে করে
সাগরে বিশাল ঢেউ
আমায় দেখে দুখ বিলাবে
অচেনা পথিক কেউ।
ইচ্ছে আমার আকাশ সমান
উড়াল চণ্ডি পথিক
হবো আমি বিশ্ব মানব
ছুটবো এদিক সেদিক।
হতে আমার ইচ্ছে করে
বাগিচার ঐ পুষ্প
আমায় নিয়ে হাসবে সবাই
শুকবে নানা খুসব।
ইচ্ছে আমার পাখি হবো
ভোরের হাওয়ায় উড়ব,
ভোর না হতেই ছুটব আমি
বিশ্ব জুড়ে ঘুরবো।
হতে আমার ভিষণ ইচ্ছে
দখিন বায়ুর মতো,
আমায় মেখে মন জুড়াবে
দুঃখ ঘুচবে শতো।

রচনা:২৮/৯/২৪-১১:২০