ইচ্ছে হয়
হাসান মাহমুদ
ইচ্ছে হয় তোমাকে কিছু বলবো
এমন সংশয় নিয়ে যখন সামনে এগোই
ওমনি করে থেমে থমকে দাঁড়াই
না থাক আজ নয় অন্য দিন বলবো।
ইচ্ছে হয় এখনি গিয়ে বলে ফেলি
মনের অগোছালো, বিশ্রী ভাষায় বলা
শুনো প্রিয় আমি তোমায় ভালোবাসি।
না থাক আজ নয় অন্য সময়!
এখন বললে যদি রাগ করে কথায়।
ইচ্ছে হয় সামনাসামনি দাঁড়িয়ে বলি
মনের সংশয় কাটিয়ে বলি
সকল সাহস কে একত্রে করে বলি
বীরপুরুষের মত গিয়ে বলি
আমি তোমায় ভিষণ ভালোবাসি।
ইচ্ছে হয় সকল ব্যথার উপশম কাটিয়ে বলি
মনে জমানো, বুকে চেপে রাখা
কথা বলি
চোখের ভাষায়, নয়তো মনের ভাষায় বলি
তাও যদি না পারি ইশারায় বলি,
তবুও বলতে হবে তোমায় ভালোবাসি।
ভালোবাসি ভালোবাসি কথাটা তোমাকে বলবো
তোমার শুনতেই হবে আজ
নাশুনলে আর কখনো কথা বলব না
এমন চিন্তা নিয়ে যখন মুখোমুখি হই
তখন তোমায় দেখলেই সব ভুলে যাই।
ইচ্ছে হয় ফোন করে বলে দেই
না হয় খুদে বার্তা লিখে বলে দেই
আবার ভয় হয় তুমি যদি হারিয়ে যাও,
অথবা চক্ষুর আড়াল হও,
তাই আর ইচ্ছে টা প্রতিফলিত হয় না।
ইচ্ছে হয় হাতে হাত রেখে বলি
একসাথে পায়ে পা মিলেয়ে চলি
আর তোমাকে মনের কথা বলি
কত কথা জমা পড়ে আছে মনে
কত আকুতি শুনাইব তোমাকে
কত বেদন নিয়ে বেঁচে আছি
সব কিছু তুমি জানো বুঝো।