ইচ্ছে বুনি
হাসান মাহমুদ
ইচ্ছে আমার আকাশ ছোঁয়া
নীল আকাশের দেশে,
ইচ্ছে আমার সাগর দেখা
ঘুরবো ভেসে ভেসে।
ইচ্ছে আমার সবুজ দেখা
মাতৃভূমির গাঁ
ইচ্ছে আমার পাখি হবার
নানান পাখির ছা।
ইচ্ছে আমার বাবুই হবো
তাল পাতার ঐ ফাঁকে
নানান সুতায় বুনবো বাসা
উড়ব ঝাঁকে ঝাঁকে।
ইচ্ছে আমার কুসুম হবো
সকাল বেলার রবি
ইচ্ছে আমার ভোরের দেশে
আঁকব নানান ছবি।
ইচ্ছে আমার রাখাল হবো
পল্লী বালার দেশে
প্রেম বাঁশিতে সুর তুলিবো
গাঁয়ের ও পথ ঘেঁষে।
ইচ্ছে যতই হোক না বড়
ইচ্ছের কাছে আড়ি
ইচ্ছে আমার পাহাড় চূড়া
উঠব তাড়াতাড়ি।
ইচ্ছে আমার স্বপ্ন পূরণ
রুখবে আমায় কিসে?
রেশমি সুতায় ইচ্ছে বুনি
ইচ্ছের ঐ না দেশে।