হয়তো তুমিই সে
জীবনের প্রথম যাকে ভালোবেসেছিলাম,
হয়তো তুমিই সে।
তুমি কখনো জানতে চাওনি,
আমি কখনো বলতে পারিনি,
তবু প্রতিদিন, প্রতিক্ষণ
তোমার জন্য হৃদয়ের এক কোণে
অদৃশ্য এক প্রদীপ জ্বলে রইল।
তুমি যখন হেসে উঠতে,
আমার পুরো পৃথিবী আলোকিত হয়ে যেত,
যখন কথা বলতে,
শব্দেরা যেন সুর হয়ে বাজত মনে,
কিন্তু তুমি জানোনি—
আমি তোমার প্রতিটি বাক্যে হারিয়ে যেতাম,
তোমার প্রতিটি ছোঁয়ায় ঘুমিয়ে পড়তাম স্বপ্নের কোলে।
আমি চাইনি কিছু,
শুধু একবার চাইছিলাম তুমি তাকাও,
চাইছিলাম তোমার চোখে একটুখানি জায়গা পাই,
কিন্তু তুমি তোমার মতোই থেকেছো,
আমার অনুভূতির কথা না জেনেই,
নিজের গন্তব্যে পা বাড়িয়েছো।
তবু আজও মনে হয়,
হয়তো তুমিই সে—
যার জন্য হৃদয়ের প্রতিটি গান,
যার জন্য ফাল্গুনের প্রতিটি বসন্তবাতাস,
যার জন্য প্রতিটি না বলা কবিতা
অপেক্ষায় থাকে চিরকাল...
তুমি না জানলেও, ভালোবেসেছি নিঃশব্দে,
আর ভালোবেসেই যাব— চিরকাল...