হয়তো হারিয়ে যাবো
হাসান মাহমুদ

আমিও হারিয়ে  যাব হয়তো
এ জঞ্জাল পূর্ণ কোলাহল শহরে,
এক একটি লাল বাতির
স্তব্ধতার নিবিড় চাদরে।
কিংবা মলিন ধূলা আর
কঠিন কংক্রিটের ভিতরে।
নতুবা পাগল পথিকের
এক একটি আর্তনাদের সুরে।

আমিও হারিয়ে যাব হয়তো
সূর্য না উঠা কোনো শহরে
এক একটি কঠিন হাসি তে।
রূপ লালসা পূর্ণ এক জ্যামের ভিরে,
হয়তো নিজেকে হারাতে হবে
নয় তো শেষ তাড়নায়
নিজেকে গুছিয়ে নিতে হবে।
আমিও হয়তো  হস্তচ্যুত হবো
সবারই প্রিয় হস্ত হতে।।