হঠাৎ হারিয়ে যাবো
হাসান মাহমুদ

হঠাৎ করেই হারিয়ে যাবে স্মৃতি
হটাৎ  করেই হারিয়ে যাবে গীতি।
হারিয়ে যাবে জীবন বন্দনা সুর
হারিয়ে যাবে হাজারো মাইল দূর।
জীবন এক অদ্ভুত খ্যাপা বস্তু
ক্রোধে গর্জনরত মূহুর্তে স্বস্থু।
এ অবিচল জীবনের বাঁকে চলে
জীবন কে হারিয়েছি বহু বার তলে।
হঠাৎ আগমনী বার্তা দিবে মোরে
হঠাৎ আবছা দেখাবে নয়ন ঘোরে।
শিশু থেকে যুবকে এসে আমি
চিনিতে পারিনি এ জীবন মরুভূমি।
কত শূন্যতা নিয়ে করে হাহাকার
কত সহ্য করে তপ্ত আগুনের ভার।
জীবন বন্দনায় নিজেকে চিনিনি তবে
জীবন দূর্বিষহ হয়ে উঠিল এ ভবে।
নানাবিধ অপকর্মে লিপ্ত হয়ে আমি
সাধুতার ভান ধরেছি কুকর্মের ভূমি।
হঠাৎ যেদিন সব কিছু হবে প্রকাশ
ভুলিতে হইবে সব মোর ফেলিয়া নিঃশ্বাস।
হঠাৎ হারিয়ে যাবো সব ফেলে
সেই খনে ঘোর কাটিবে দেখব নয়ন মেলে।