হোক না
হাসান মাহমুদ
হোক না, কিছুটা সময় দূরে থাকা
থাকি না, কিছুটা ক্ষণ একা একা,
তুমিও থাকো আমিও থাকি
তুমি ও রাখো আমিও রাখি ;
খেয়ালহীনায় হৃদয় মাঝারে
অল্প অল্প মন মাধুরে।
হোক না, কিছু সময় পর দেখা
থাক না, পথের বাঁকে পায়ের রেখা।
থাকতে দাও না, তাদের মতন
তুমি আমি আছি যে যতন।
রাগুক না, পথের ধূলিকণা
থাকুক না, কিছুটা আনমনা!
ডাকুক না,আবার তাদের বাঁকে
মসৃণ সময়ের আবেগের ফাঁকে।
হোক না, হঠাৎ দেখা পথে
থাকুক না,স্মৃতিরা জড়িয়ে সাথে।
ঝরুক না, বিকালের সৌন্দর্যের রূপ
বেখায়ালে থাকুক না, কিছুটা চুপ।
হোক না, দেখা ফের জমিনে
তুমি আর আমি হীনমনে;